মহসিন আলম মুহিন, বিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত মাধবপুর গ্রাম নিবাসী বিশিষ্ট আলেমেদ্বীন জনাব মরহুম আলহাজ্ব মাওলানা মোঃ ছাইফুল্লাহিল কাতে খন্দকার সাহেবের চতুর্থ ছেলে ★ হাজী মোঃ শহিদুল্লাহ খন্দকার গতকাল ৩০/১০/২০২৪ ইংরেজি, রোজঃ-বুধবার, রাত-আনুমানিক ৮ঃ০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।-(চিকিৎসার উদ্দেশ্য রওয়ানা হয়েছিলেন রাস্তায় ইন্তেকাল করেছেন)। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন। ★ মরহুম হাজী শহিদুল্লাহ খন্দকার হলেন-সাবেক চেয়ারম্যান জনাব
আলহাজ্ব মোঃ রফিকুল্লাহ খন্দকার সাহেবের ভাই-(সাবেক চেয়ারম্যান দৌলতপুর ইউনিয়ন পরিষদ)।
মরহুমের নামাজে জানাজা অদ্য বাদ জোহর-৩১/১০/২০২৪ ইংরেজি, রোজঃ-বৃহস্পতিবার মরহুমের নিজ বাড়ীর মসজিদের সম্মুখে অনুষ্ঠিত হবে।।