আগেও যা এখনও তা
পচনধরা আত্মা তৃষ্ণায় ক্লান্তিতে জ্বলছে
বিবেক মানবতায় মরণঘাতী রোগ ধরেছে
সুশীল বিজ্ঞ পন্ডিত নেতা গণ ভোগ করছে
আহত দেহ ব্যাথিত হৃদয় অভাবে মরছে।
বৃদ্ধি হচ্ছে সমাজ সংসার রাষ্ট্রে নগ্নতা
গ্রাস করেছে পরকীয়া লোভ হিংস্রতা
নির্যাতিত অসহায় মানুষ চায় স্বাধীনতা
জনগণ আগেও যা দেখি এখনও তা।
ন্যায় সততা আজ মিথ্যার খাঁচায় বন্দী
লাভের সম্ভাবনা না থাকলে হয় না সন্ধি
স্ব স্ব অবস্থান থেকে মাথায় আটে কু ফন্দি
লাভ কি ভেবে রাজা রাণী মূলত যে বান্দি।
অমানুষ
ওঁরা মানুষ রূপি একেকটা ভয়ংকর দানব
ওঁদের রক্ত চাহনি লেলিহান শিখার মতো
ওঁরা ছদ্মবেশী লোভী রাক্ষসী বহুরূপী
ওঁরা সমাজ সংসার দেশ ও বিশ্বের শত্রু
ওঁদের অন্দ্রে তন্দ্রে রক্তে মিশে আছে হিংসা
ওঁরা শয়তান রূপি একেকটা অমানুষ।
অমানুষ রূপি মানব থেকে সদা সাবধান
ওঁদের নেই কোন ধর্ম কর্ম জাতি মানবতা
ওঁরা বেওয়ারিশ বেদিন পাপিষ্ঠ হারামি
ওঁদের কু চিন্তিত রক্ত মন ও বিবেক জ্ঞান
ওঁরা শুধুই পারে মানবতাকে ধ্বংস করতে
ওঁরা সংঘবদ্ধ চক্র দরবেশ রূপি অমানুষ।
ওঁদের খুঁজে বের করে উচ্ছেদ করতে হবে
এই সমাজ সংসার দেশ ও বিশ্ব থেকে
ওঁদের চিহ্নিত করতে হবে সবাই একসাথে
যাঁরা অন্যায় অবিচার অত্যাচারের পথিক
ওঁরা ধর্ম কর্ম পিতামাতা বিবেকহীন নাস্তিক
ওঁরা নিলজ্জ ভন্ড পাপী পরগাছা তরুলতা
ওঁরা একেকটা মানুষ রূপি প্রকৃত অমানুষ।