দুঃখ বেদনা নিয়ে ঘুরছে কত জন,
মিলছে না শান্তি কভু কপালের লিখন।
হাজার বেকার দেখা যায় রাস্তার ভিড়ে,
অপেক্ষায় থাকে তবু কাজ নাহি মিলে।
এই শহরে কত বেকার না খেয়ে ঘুমায়,
মামা খালু না থাকিলে চাকরি নাই তার।
বেকার পুরুষ শুধু ঘরের নাহি বোঝা,
সমাজের লোকের চোখে তারাই হল ক্ষুরা।
রাস্তায় রাস্তায় হাঁটে তারা কর্মের সন্ধানে,
কষ্ট আর অবহেলায় দিন চলে যায় তা কি কেউ জানে।
অর্থের অভাবে কত বেকার দিল যে প্রান,
এই নিষ্ঠুর পৃথিবী কি দিবে তার দাম।
যোগ্যতার বিচারে যদি কর্ম গড়া হত,
বেকার বলে ডাকতে পারতো না তাদেরকে অবিরত।
অর্থের মাধ্যমে হয় যোগ্যতার বিচার,
যোগ্য মানুষ হয় যে বেকার, কেউ দেয় না তার দাম।