কলমেঃ শায়লা আহমেদ।
অনেক দিন
আগের কথা,
হাত চিঠিতে
মনের কথা।
লিখে ছিল
হবে সখা,
তাই মনের
কথা লেখা।
নয়তো রঙিন
খামে মোড়া,
ফুলের পাপড়ি,
নয়তো তোড়া।
রাত গভীর
হলো যখন,
চিঠি পড়তে
ব্যস্ত এ মন।
পড়ছি চিঠি
আপন মনে,
শেষ হলেই
জল নয়নে।
চিঠির জবাব
দিতেই হবে,
তা-না হলে
প্রান হারাবে।
দেখে তাঁর
চিঠির ভাষা,
হারিয়ে গেলো
বাঁচার আশা।
সকাল হলে
কিযে হবে,
পথ আগলে
ফের দাঁড়াবে।
নাহ! হলোনা
কিছু সে’রকম,
তবুও ভেবে
যাচ্ছে দম।
এলোনা সে
আর ফিরে,
চিঠিটা আজও
আছে পড়ে।
সাদা কাগজে
কালো লেখা,
হৃদয়ে তার
ছবি আঁকা।
চিঠির মানুষ
প্রানের সখা,
নাইবা হলো
কভু দেখা।