কলমেঃ সাহেলা সার্মিন
প্রবল ঝড়ে যে বৃক্ষ ভেঙ্গে না পড়ে নিজেকে টিকিয়ে রাখতে পারে, আমরা তার শক্ত এবং পোক্ততা উপলব্ধি করি; তদ্রুপ মানব জীবনেও পোড় খাওয়া মানুষগুলো শত বাঁধা ডিঙিয়ে গন্তব্যে পৌঁছাতে পারে। ভালোবাসাটাও ঠিক তেমনি, যত বাঁধার মোকাবেলা করতে পারবে তত মজবুত হবে।
এখানে শুধু ব্যক্তিক নয়, সামষ্টিক ও বটে। ক্ষুদ্র এ জীবনে মানুষ যা চায় তা সে পায়না। মানব জীবনে চাহিদার এ নিগুঢ় ত্বত্ত্ব বড় বিচিত্র। এটা অনুধাবন করা আমাদের সাধ্য নয়। আমাদের শুধু চাই আর চাই। না পেলেই সৃষ্টি কর্তাকে দোষারোপ করি। আল্লাহ আমাদের যা দিয়েছেন, তার শুকরিয়া আদায় করতে ভুলে যাই।
মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ সব গুণ মানুষের মধ্যে যেমন দিয়েছেন, তেমন নিকৃষ্ট সব দোষেও দুষ্ট করে দিয়েছেন। শুধু ভালোটুকু তো আমরা গ্রহণ করতে পারছি না। নফ্স এর তাড়নায় আমরা পদে পদে ভুল করি। ভালোমন্দ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পরি। এর জন্য আল্লাহর কাছে পানাহ্ চাইতে হবে।
গ্রহ, চন্দ্র, সূর্য সব তাদের নিয়ম মত চলে, শুধু মানুষই তার বাইরে পা ফেলে। শুধু মানুষই দোষ করে বলি কিভাবে? বায়ুও তার গতি হারিয়ে ফেলে। চঞ্চলতার চরম শিখরে যেয়ে লণ্ডভণ্ড করে ফেলে পৃথিবী! তার রূপ পাল্টায় প্রতি ঋতুতে। কখনো কারো ভালবাসায় হয় সিক্ত, কখনো তাকে দূরে রাখতে দেয় কতো আব্রু। আর যখন সে ছোটে ৭০/৮০ থেকে আরও বেশি কিলোমিটার বেগে মানুষ দূরে পালায় তার থেকে।
মানুষের নৈতিকতা ও আচরণও ঠিক সেরকম, একজন নীতিবান বা ভালো আচরণের মানুষ মানুষের কাছে সহনীয়। সবাই তাকে ভালোবাসে, তার কাছাকাছি আসতে চায়। কিন্তু নৈতিকতা বিবর্জিত মানুষ থেকে মানুষ পালিয়ে বাঁচে।
পশুপাখির ভিতরে ভালোবাসা প্রবল। তারা ঝগড়া করে, মারামারি করে কিন্তু চিটিং করেনা। মানুষের ভিতরে ভালোবাসা আর মানবতা যদিও বেশি থাকার কথা, অথচ সেটাই কম। ভালোবাসা আজ কমার্শিয়াল। দক্ষ অভিনয়ের আঁচে একজন আরোক জনকে আনে বাগে। কথায় হারায়, অভিনয়ে হারায়, কার্য উদ্ধার হলে দূরে পালায়! এটা আমাদের বোধ শক্তির অবক্ষয়, অবক্ষয় নৈতিকতার।
ভালো থাকুন সুস্থ থাকুন
ভুলত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখুন।