কলমেঃ সাদিয়া আক্তার দীঘি
অসীম আকাশ তলে
মিলন মেলায়,
দেখে তারে মেঘেরাও
মরে লজ্জায়।
ধীরে ধীরে চাঁদ ওঠে
যমুনার তীরে,
জোছনারা এসে ফেলে
আমাদের ঘিরে।
দক্ষিণা বাতাস বহে
ছুঁয়ে যায় তনু,
সুরেতে মাতাল করে
রাখালিয়া বেনু।
আজি উদাম-দিগম্বর
প্রকৃতির কোলে,
তারাদের নিয়ে সাথে
নিশামনি দোলে।
ক্রমে ক্রমে রাত নামে
ঘুমায় ভুবন,
দুজনে আমরা বসে
রাত নির্জন।
পাতায় পাতায় শুনি
শিশিরের ধ্বনি,
পাখিদের কলতানে
প্রভাতের বাণী।
প্রিয়ার কোমল কোলে
ঘুমিয়েছে প্রিয়,
শাড়ীর আঁচল দিয়ে
ঢাকা তার দেহ।
এবার জাগো গো সখা
রাত্রি ফুরায়,
কুঞ্জে আবার এসো
কাক জোছনায়।