কলমে: রোজিনা খাতুন
নিয়মের গন্ডি পেরিয়ে যদি তোমাকে পাওয়া যেতো
একেবারেই অসম্ভব জানি ছিড়েছে মায়ার সুতো।
মরিচা পড়েছে মায়ার জানালায় দুজনেই আজ পর
সারাক্ষণ মনে পড়লেও দূরে থাকবো জনম ভর।
ভাগ্যে যদি নাই দিলো মনে কেনো এলে
মায়ার সাগরে ডুবিয়ে তুমি দূরে চলে গেলে।
মনে কি পড়ে আমাকে প্রিয় কুয়াশা ঘেরা ভোরে
ভাবো কি তুমি বৃষ্টির রাতে বাঁধো কি মায়া ডোরে।
ডায়েরির পাতা মেলে কি তুমি কাঁদো নিরবধি
আমার বিরহে পাষাণে মন বাধবে কি শেষ অবধি।
শেষ বিদায়ের শেষ মুহূর্তে দেবে কি তুমি উঁকি
মরণকালে চোখের পানি ছুঁয়ে হবো সুখী।