কলমে: চন্দনা রাণী
যারা আশুরিক প্রকৃতির ব্যক্তি
তারা জানেনা নারীর শক্তি,
নারীই সৃষ্টি নারীই ধ্বংস
নারীই প্রকৃতি।
কথায় কথায় বলে যারা
কোন সে মূর্খ নারী,
নারীই জন্যই তোমরা এতো
করছো বাড়ি- গাড়ি।
নয় অবলা নারী সবলা
নারীই এখন সেরা,
পুরুষ জাতি নারীর প্রেমে
হয়ে যায় আত্মহারা।
নারীই দূর্গা, নারীই কালী
নারীই মহামায়া,
নারীর শক্তি হয়ে আছে
জগতেরি ছায়া।
নারীই হলো আদ্যশক্তি
ত্রিশূলও ধারিনী,
নারীই মাতা জন্মদাতা
মমতাময়ী গর্ভধারিনী।
যারা করে তুচ্ছ তারা মূর্খ
নারীর শক্তি জানেনা,
রেগে গেলে নারী সাজে কালী
কিছুই মানেনা।
যদি ভয় থাকে তোর মনে
স্মরণ কর এক্ষণে,
নারাই হলো দয়াময়ী
ঠাঁই দিবে চরণে।