মহম্মদ সফিকুল ইসলাম
নদীর চরে বসতবাড়ি উড়ান দিয়ে মেঘের ঘর
স্বার্থ নিয়ে টানাটানি বোঝেনা কেউ আপন পর।
স্বপ্নমাখা ছবি চোখে বিশ্বে দেখি বহু রঙ
সর্ব কিছু একই থাকে মানুষ সাজে নানা সঙ।
রঙে ঢঙে সাজিয়ে রোজ ঢেকে রাখতে আপন দোষ
নিজের বেলায় চুপটি থাকে পরের বেলায় করে ফোঁস।
নীতিবাগীশ রুপের নীচে চেপে রাখে কুকর্ম
মানবধর্ম শিকেয় তোলা দেখনদারি কু ধর্ম।
জনগণের করের টাকায় পকেট ভারী মন্ত্রীদের
অস্থিরতায় ভরিয়ে দেশ, জুলুমবাজি বাড়ায় ঢের।
প্রজার রক্তে রঞ্জিত হাত বজায় রাখতে নিজের রাজ
গরিবেরা ভুখা মরে সেই টাকাতে মারণ সাজ।
জঙ্গিবিমান কেনার জন্য লক্ষকোটি ডলার ব্যয়
কমিশন আর আত্মলোভে নিপাত যাচ্ছে সত্য ন্যায়।
যুদ্ধ যুদ্ধ খেলছে সবাই, সমরাস্ত্র উদ্ভাবন
নিষ্পাপিদের জীবন নিয়ে রক্তহোলির প্লাবন।
আকাশকুসুম কল্পনাতে দেশ বিজয়ী সাজতে চাও
নিকষ কালো উন্নয়নের মেকি ধুলো লেপ্টে দাও।
রক্তমাখা দজ্জাল তুমি মারছ মানুষ নির্বিচার
মানবতার ছায়ায় শেষ হোক নিষ্ঠুরতা অবিচার।