কলমে – দেব মন্ডল
আমাকে কেউ বলুক চলনা মেলায় ঘুরি,
কিনে দেও রেশমী চুড়ি।
আমি তখন বলবো হেসে দারুণ লাগবে নীল চুড়িতে।
সাথে থাকবে নীল শাড়ী ওগো মোর সুন্দরী।
গলায় আমি পরাবো তোমার সোনার মালা দামী।
বেনারসিতে বউ সাজবে, সুন্দর লাগবে তোমার মিষ্টি মুখখানী।
চোখের কোনে কাজল পরবে ঠোঁটে লিপিস্টিক,
হাতে থাকবে সোনালী ঘড়ি, খোপায় থাকবে ফুলবাহারি।
কে হবে এমন প্রান প্রিয়সী, আমার প্রানের প্রিয়া।
মন মহনায় চলে এসো ঘর বাঁধবো তোমায় নিয়ে।
দেখবো রাতের চাঁদ, তোমার সাথে ঘুরবো আমি ইচ্ছে নদীর গাঁ।
তোমার চোখে দেখবো সপ্ন, নতুন করে বাঁচবো আবার।
মিষ্টি সুরে শুনাবে গান,হৃদয় শিতাল হবে আমার।
তোমার চোখের মায়ায় পড়বো
আমার সকল কিছু উজার করে শুধু তোমার নিয়ে পথ চলবো।
তুমি আমার যত্নে রেখো ভীষণ ভালোবেসে,
আমি তোমার সঙ্গী হয়ে থাকবো এপার, ওপারে।
জীবন যুদ্ধে মরবো আমি কিন্তু তোমার রাখবো বাঁচিয়ে।
আমার অঙ্গে আঘাত লাগবে, তোমার রাখবো সুখে।
আমার ভালোবাসার মানুষ হয়ে থাকবে আমার বুকে।
আমার কাছে চাও কিছু আমায় ভালোবেসে।
এ জীবন বাজী রেখে সব দিবো তোমায় বিলিয়ে।