ভাল্লাগেনা
————————
জানি তুমি মান করেছ
তাইতো আছ চুপ,
তোমার কথা দিবানিশি
মনে পড়ে খুব।
দুষ্টুমির ঐ দিনগুলো কি
কখনো ভোলা যায়,
আগের মতো সেই দিনেতে
আবার ফিরে আয়।
খেলব দুজন মজার খেলা
দুষ্টুমির ঐ ছলে,
এবার তুমি না ফিরিলে
ভাসবো চোখের জলে!
তুমি ছাড়া ভাল্লাগেনা
দিনে কিংবা রাতে,
তুমি কথা না বলিলে
কষ্ট যে পাই তাতে।
মায়ায় লিপ্ত
————————–
আমি তোমার মায়ায় লিপ্ত
প্রেমে হয়েছি আসক্ত,
ফাগুনের আগুনের মতো
হয়েছি তোমার ভক্ত।
সহস্র যোজন দূরে
থাক তুমি অচিন পুরে,
আমার প্রতিটি ভাবনায়
ছবি আঁকি কল্পনায়।
এই বুঝি তুমি এলে
খুঁজি আমি কর্ম ফেলে,
পাখি যেন ইশারায়
তথ্য দেয় অজানায়।
ভালোবেসে দেয় শিস
খবর নিতে করোনা মিশ।