কবি কামাল মাহমুদ জয়
জীবন জুড়ে অভাবের বোধ।
চাওয়া-পাওয়া হিসেব কষে,
স্বপ্ন গড়ে মাপসই রসে।
রুটির জন্য ছুটে চলে,
বড় কিছুতে ভাবনা টলে।
সুখের তৃষ্ণা অল্পতে মেটে,
হৃদয় তাদের সহজে বেঁধে।
বড় স্বপ্নের ভার সহেনা,
বাস্তবতার বাঁধন গড়ে সানা।
তবু আশার আলো জ্বলে,
ছোট্ট স্বপ্নে দুঃখ দলে।
গরিবের স্বপ্ন ছোট হতে পারে,
তবু লড়াইয়ের গল্পে ভরা।
ছোট স্বপ্নে জগত রঙিন,
সাধের মাঝে খুঁজে মেলিন।