‘সুজন কুমার রায়’
কাকিনা, কালীগঞ্জ,লালমনিরহাট।
প্রণয়গাথা উপাখ্যানে আমি খুঁজে পাই তোমার ভালোবাসার অনুভূতি,
বিস্মৃতির গভীর প্রাঙ্গনে তুমি হলে আমার স্বপ্ন গুলোর অবিনশ্বর স্মৃতি।
তোমার প্রভায় রবি শশী আলো হারায় গোধূলি সন্ধ্যার মাঝে,
বিরহবিধুর অনুরাগে আমার স্বপ্নগুলো লোচন জলে ভিজে।
শিশির ভেজা ঘাসের উপর তোমার পদচিহ্ন দেখতে পাই মেঠোপথ জুড়ে,
আমার একাকীত্ব বড়ই বিদীর্ণ সহসাই তোমায় খুঁজে ফিরে।
তোমারও সঙ্গে প্রণয়ে বেঁধেছ আমায় বিবর্ণ করেছ শূন্যতায়,
বিষণ্ণতার ভারে দৃষ্টি আজ অন্তরীক্ষে ব্যথায় ব্যথিত হয়েছে হৃদয়।
তোমাকে লক্ষ্যে পাবার অদূর প্রিয়াস কিছুতেই হয় না শেষ,
আমার জীবন স্বপ্নের খেলা ঘরে শুধুই হৃদয় অন্ত ক্লেশ।
তুমি হলে বাঁধন হারা মিষ্টি অনুরাগে আমার শেষ ভরসা,
আরাধ্যের অবশেষে ক্ষণিক ছুয়ে আসে অনিঃশেষ ভালোবাসা।