অফিস পাড়া
লেখাপড়া যেটুক আছে মোটামুটি ভালো
চাকরি নাই বাকরি নাই বেকার অধ্যায় কালো।
মন্ত্রী মামায় ডেকে বলে বেকার আছিস বেটা?
কিছু পয়সা খরচ করলে চুখে যাবে ল্যাঠা
টাকা কড়ি কোথায় পাবো! হাড়িতে নেই চাল
ঔষধ কেনার টাকা নেই তাই বাবা মরলো কাল।
মন্তী মামায় বলছে হেসে, ভালোর জন্য বলি
টাকা থাকলে দেখা করিস, এবার তবে চলি।
তেল ছাড়া কি কুপি জ্বলে? অবুজ কেনো তুই
বেচে দে না বসত ভিটা, দুকাঠা তোর ভূঁই।
দেখবি তবে চাকরি পেলে খুলবে কপাল তোর
দক্ষিনাটা পেলেই হবে,নয়কো আমি চোর।
ভিটা মাটি বিক্রি করে, লাখ দশেক হয় তাতে
আর দেরী নয় টাকাগুলো দিলো মন্তীর হাতে
মাছি মারার কেরানি তুই এই চেয়ারে বস
একটা দুটা মাছি মারবি, পারবি না! কি কস?
সেদিন থেকে গাঁয়ের ভাগ্নে চাকরিজীবি তাই
আঙ্গুল ফুলে কলাগাছ তার অভাব টভাব নাই
এটি একটি ছবি
সকালবেলা ঘাসের ডাগায়
শিশির মুক্তা ঝরে
চিকচিকিয়ে আলোর গুড়ো
সেথা উপচে পড়ে।
শীতের দুপুর শীতলতায়
সূর্য হারায় তেজ
পাতার আড়ে দোয়েল ডাকে
নাড়ায় পুচ্ছ- লেজ।
শীতবিকেলে ছেলেপেলে
খেলে ভোঁ- দৌঁড় ভোঁ
কানামাছি কাবাডি আর
যারে পাবি ছোঁ।
শীতের সন্ধ্যে গাঁও-গ্রামে
হিম কুয়ার ভীর
গাছেগাছে পাখির কূজন
সরব তাদের নীড়।