হাজ্বীঃ আসাদুজ্জামান (আসাদ) স্টাফ রিপোর্টারঃ
সবুজ দেশ গড়তে ও পরিবেশের উন্নয়নে গাজীপুরের শ্রীপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু করেছে বেসরকারি ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মোড়লপাড়া সোলায়মানিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন শাখা শাহজালাল ইসলামী ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রাকিবুল ইসলাম।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে মাওলানা আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সফিপুর শাখার ব্যবস্থাপক মোঃ জিয়াউল ইসলাম খান এবং মাওনা শাখার অফিসার নাজমুল হুদা । মাওনা শাকার ব্যবস্থাপক মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আমাদের গাজীপুর জোনের মাওনা, জয়দেবপুর, শফিপুর শাখা এ তিনটি শাখার উদ্যোগে মোট ১ হাজারেরও বেশি ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্তত ২৫০জন শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেয়া হয়েছে। মূলত প্রতি বছর পরিবেশ উন্নয়নে এবং সবুজ দেশ গড়তে শিক্ষার্থীদের গাছ লাগানোর প্রতি আগ্রহ বাড়াতেই এমন উদ্যোগ নেয়া হয়ে থাকে আমরা এ বছর ১ হাজার চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপহার হিসাবে তুলে দিব বলেন জানান প্রধান অতিথি মোহাম্মদ রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় সাংবাদিকগন এসময় উপস্থিত ছিলেন।