সব নবীদের শিরোমণি
বলতে পারো কে?
তিনিই হলেন মোদের রাসুল
প্রিয় নবী যে।
যার চরিত্রে মুগ্ধ হয়ে
কাফের মুমিন হয়,
উম্মত হয়ে তার, জীবন আমার
হয়েছে দ্বীপ্তিময়!
ভুবন মাঝে অনুসারী যার
রয়েছে হাজার হাজার,
তিনিই হলেন প্রিয়নবী
রাসুলে আবরার।
আগমনে যার ফুটিল ফুল,
তপ্ত মরুর বুকে।
দুঃখ ভুলে প্রফুল্ল হই
মরুর বালি মেখে।
যার চলেন ভাস্বর
মোর জীবন সমাধান।
তার সমীপে পাঠাই আমি,
হাজার সালাত-সালাম!
পরশে যার দূর হল আঁধার,
জাহিলি যুগ হতে।
তারই শানে কাব্য লিখে,
প্রশান্তি পাই মনে!
যার সিরাতে উঠে ফুটে,
ইসলামেরই বিধান।
তিনিই হলেন খোদার হাবিব,
রাসুল আমার জান।