কলমে: এম এ লতিফ
আমি চাই না হতে,
“দেবদা” তোর পার্বতী
আমি পারবোনা বইতে
চোখের জলে দুঃখের নদী,
শত আঘাত প্রেমের দহন
কি করে যে সইবো আমি,
হই যদি আমি, “দেবদা” তোর পার্বতী,
একটা জীবন থাকবো দুদিন
নয়তো জীবন ফুলে ভরা
ভালোবাসার এই পৃথিবী!
আমি চাই না হতে,
“দেবদা ” তোর উপন্যাসের পার্বতী,
পাঠক মনে জাগাবে সাড়া কল্পনাতে হারাবো মন,
আমি চাই না হতে কল্প কথার গল্পের নায়িকা
স্বপ্ন দেখা রঙিন ছোঁয়ায় নীলামারই এই পৃথিবী,
ভালোবাসা রঙমহলে রঙিন ভূবণ
আমি চাই না হতে রঙমহলের নর্তকী,
যেথায় জীবন প্রেমো সুধা পান করিলে
ক্ষণিক বিনোদন ধ্বংস করে এই পৃথিবী!
আমি চাই না হতে, “দেবদা” তোর পার্বতী
ছাড়তে হবে এই দুনিয়া কি করি হই তোর সাথী,
দুদিন জীবন নয় বিনোদন ভুলে ভরা এই পৃথিবী,
আমি চাই যে সুন্দর একটা জীবন
নয়রে জীবন জলসা ঘরে নর্তকী,
যেথায় জীবন ধ্বংস লীলা
কি করি হই “দেবদা” তোর পার্বতী?