কলমেঃ ফয়েজ আহমদ
এমন ছেলে আছে কি আজ
সোনার বাংলাদেশে?
সময় পেলেই পড়তে বসে,
লিখতে ভালবাসে।
বড় হওয়াই স্বপ্ন যে তার,
পড়ালেখাই সাথী।
অন্ধকার আজ দূর করে সে
জ্বালাবে আলোর বাতি।
বইয়ের পাতায় ডুবতে থাকে
অন্বেষণের নেশায়,
কষ্ট-ক্লেশ সব ভুলে যায়
জ্ঞানী হওয়ার আশায়।
লক্ষ্য যে, সে ঠিক করেছে
দুষ্ট করবে ভালো,
পথহারা জাতিকে আজ
ফিরিয়ে দিবে আলো।
জীবন তোমার গড়তে হলে
পথচলো তার পথে।
আর দেরী নয়, এখন থেকেই
থাকো সদা সাথে।