কলমে: মুসলিমা আক্তার
কাক ডাকা এক ভোরের বেলায়
তোমায় দেখছি দাঁড়িয়ে,
সেই থেকেই মোর পরান খানি
সর্বদা থাকে হারিয়ে।
কখন যেন পরান পাখি
আমার নাম ডাকতে,
না ডাকলেও শুনতাম আমি
তোমায় এমন ভাবতে।
খানিক বাদে কোথাও হারাও
জানাও না মোর একটু,
তোমার লাগি পরান পুরে
ভালো লাগে না আধটু।
এখানে ওখানে হাজারে হাজারে
খুঁজি তোমার মুখ,
একবার যদি দেখি তোমায়
লাগে বড় সুখ।
কত নিশি কেটে যাচ্ছে
তোমায় ছাড়া এখন,
তুমি বড্ড অমানবিক
বিবেক আসবে কখন?
মনটা ভীষণ কাকাতোয়া
তোমায় খুজে বেড়ায়,
এপার ওপার সারাবিশ্বে
হৃদয়ে ছটফটানি ছড়ায়।