কবি কামাল মাহমুদ জয়
বৃষ্টি ভেজা সকাল বেলা,
মাটির গন্ধে মন যে ভোলা।
ছোট্ট ফোঁটায় নাচে রোদ,
পাখির গানে মিষ্টি সুর।
শীতল হাওয়া গায়ে লাগে,
সবুজ পাতায় জল ঝরে।
আকাশ মেঘে ঢাকা সাদা,
বৃষ্টি ফোঁটায় পথ কাদা।
মিষ্টি গন্ধ, ঠান্ডা ছোঁয়া,
মনটা ভরে নীরব স্রোতে।
বৃষ্টি ভেজা সকালে তাই,
প্রকৃতির সঙ্গে মিলে যাই।
ফুলের গায়ে শিশির দোলে,
বৃষ্টি ছুঁয়ে প্রভাত বোলে।
এই সকালে শান্তি খুঁজি,
বৃষ্টি ভেজা রঙিন সুখী।