কলমে- দেব মন্ডল
কোন এক রাতের আঁধারে এলোমেলো পথ ধরে চলেছি একা।
নিঃশব্দ পৃথিবী কোথাও নেই কারো দেখা।
তাও মোমবাতি হাতে যন্ত্রণা কাতরে চলেছি এক পথ ভুলে।
নিঃশব্দ পৃথিবীর প্রান্তরে কিছু জীবন্ত লাশের হাহাকারে,
কাঁদছে দেখি পৃথিবী নিঃশব্দে।
আমি ও মিশে গেলাম তাদের সাথে।
কেউ নিকোটিনের বিষক্ত ধোঁয়ায় নিজেকে শেষ করছে বারে বারে।
পাজরের হাড় গোনা যায় কেউ মাথা ঠুকছে মাটির সাথে,
নিশ্চুপ হয়ে আছে কয়েকজন পথের মাঝে।
সবাই বলছে যেনো ওদের হত্যা করছে বিপরীত কেউ ভালোবেসে।
আমি দীর্ঘ শ্বাস ফেলে বললাম আমার মতো জীবন্ত লাশ পৃথিবীতে আছে।
তবে আমি দুর্বল নয়, আমি পুরুষ আমাকে বাঁচতে হবে।
আমি নিজেকে তৈরি করলাম অন্যভাবে।
আজও বেঁচে আছি তোমাদের মাঝে।
আমি যেদিন যাবো চলে, স্রষ্টার কাছে আশীর্বাদ করো কবিতার সুরে।