কলমে: মীর সাহেব হক
আমি ছায়ার সৌন্দর্য দেখে বিনিয়োগ করে ফেলেছি সময়। নদীতে কানায় কানায় জল তবু হৃদয়টা পড়ে আছে শূন্য।
পলকা বাতাসে উড়ে যায় জীবনের সুগন্ধ।
মুগ্ধতায় আর মুগ্ধ হতে পারি না।
সুস্পষ্ট মুহূর্তগুলো হাঁটে একটা অনুপস্থিতির দিকে
কালের চিহ্নে ঘুমানো বিবেচনা আর আশ্রয়চ্যুত হৃদয় আমাকে নিয়ে যায় অন্য পথে।
এই ছিন্নভিন্ন হৃদয়ে একটা কথা আছে
যা দাখিল করে যাব পরিবেষ্টিত সময়ে।
দিকে দিকে দাঁড়িয়ে আছে শৃঙ্খলিত অপরাধী
এখন প্রতিটি প্রতিশ্রুতি বিক্রি হয় নতুন ছলনায়।
আমরা এক সমৃদ্ধশালী ভোরের অপেক্ষায়
সেদিন ঝুঁকে পড়া সন্ধির নির্ধারিত সীমারেখা ভেঙে
খুঁজে নেব শুভ পরিণাম।
জীবনের নাগাল পেতে
কৈফিয়তের অনুমতিপত্র ছিঁড়ে
চলো, রাস্তায় দাঁড়াই
খুঁজে আনি তাকে
যে অনেকদিন আগে হারিয়ে গেছে
তারুণ্যের বনে।