কলমে: কমলেশ হালদার
আজ বিশ্ব মেতেছে সন্ত্রাসী, বিদ্বেষ, শক্তি প্রদর্শন আর হানাহানির মেলায়,
শোধ -প্রতিশোধের নেশায় আগুন চারিদিকে আজ বিলায়।
শিশু হত্যা, নারী নির্যাতন, সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্বময়,
আপনাদের মানবতা আজ বুঝি ধোঁয়াশায়!
আর কত হত্যা লীলা চালালে
তোমারা শান্তি পাবে উভয়?
ধ্বংস স্তূপে পরিনত হচ্ছে চারিদিক মানবাধিকার আজ নিশ্চুপ নীরব জানি না আছে কোথায়!
আগ্ৰাসী স্বপ্ন বাস্তবায়নে দানবতন্ত্রের হয়েছে উদয়।
নিরহ মানুষ মরছে শত শত
প্রতিনিয়ত কাকে আমি শুধায়!
অমানবিক হত্যার লীলা চলছে
শান্তির পদছায়া আজ আছে কোথায়?
প্রতিশোধের পিপাসা দাবানল সম জ্বলছে সদা চিতায়।
শত শত প্রাণ হারিয়েগেছে হিসাব নিকাশ পড়ে আছে সবই অভাব ও পেটের ক্ষুধায়।
মিছে মিছে মানবতার মন্ত্র পাঠ,
কারারুদ্ধ হয়েছে মানবিকতা বোধহয়!
অনুশোচনা করবে কে?
যুদ্ধে মদত দিচ্ছে শক্তিধর দেশগুলো চালছে গুটি তাঁদের মেধায়!
হে ,বিশ্বের জাতিসংঘ তোমাদের ঞ্জান, বিবেক হবে না বুঝি উদয়!
মানবাধিকার সংস্থার কাছে একটাই মোদের প্রার্থনা,
এই বিধ্বংসী ধ্বংসলীলা বন্ধ হোক ক্ষয়িস্নু আজ সকলেই প্রায়।
আর নয় এই অমানবিক নির্যাতন ও অত্যাচার ,
ছড়িয়ে পড়ুক শান্তির পরশ এ ধরাধামের প্রতিটি কোনায়।