কলমে: গোলাম সরোয়ার খান
বেলা যে ফুরিয়ে যায়
ভেলাটি চলে না হায়,
অচেনা পথ দিতে হবে পাড়ি
যেতে হবে আসল সেই বাড়ি
একা একাই সবকিছু ছাড়ি।
কতো যে বাধা করতে হবে জয়
আমলে যদি থাকে পারের কড়ি,
সৎ কর্মের ফল, যদি হয় তরী
মরণের পরে যদি না করে কেউ আড়ি
সহজেই পৌঁছা যাবে বাধাগুলো ছিঁড়ি।
পরো পারের জীবন সেতো অনন্ত অসীম
পূন্যাত্মা হতে পারলে কাটবে সময় সসীম,
পাপ আত্মার অস্তিত্বে জুটবে কি,কার ভাগে!
অন্তিমকালে সবার মনেই কথা গুলো জাগে,
সময় থাকতে পারের কড়ি সংগ্রহ করি আগে।