কলমে: কামরুন নেসা লাভলী
আমি কি পেতে পারি না
তোমার ভালোবাসার মুগ্ধতা
জানতে পারি কি ?
তুমি কোন প্রেমের
সংবিধান রচনা করেছো
যাতে কেউ প্রেমালব্ধ হতে
পারবে না,কেউ আর
কখনও এতে উদ্বুদ্ধ হতে
পারবেনা, কেন?
কেউ এতে সম্পৃক্ত হলে
সংবিধানের কত ধারা
তুমি জারি করবে
তার সাজা কি
কঠিন বেদীর পীড়নে
বেদনার মৃত্যুদন্ড ?
তোমার – ই ইচ্ছার বিরুদ্ধে
তোমার অনিচ্ছাকেই
জাগ্রত করবে কষ্টকে ছাপিয়ে
নিঃস্পন্দন মনহীনায়
তবু ও তুমি অটল নিথর
অথচ, বুকের ভেতর গুমরে
গুমরে কাঁদ নিশীথ একাকী।।