কলমে: নজরুল জাহান
শৈশব দিয়েছে মেলে বুক
সুখ থরোথরো,
কেমনে ভুলে থাকি
হই জড়সড়।
চোখের মনির কান্না সে
বয় ঝরোঝরো।
চেয়ে দেখি আকাশ মাঠ
বড় আর বড়।
মনের পটের রেখায় ঘুম
সে যে ঝিম ধরে,
হঠাৎই ডাকে শুনি
কার নাম করে।
এদিক সেদিক খুঁজি তাই
সংগে লই কাকে,
বেড়িয়ে পড়বো ঘর ছেঁড়ে
কোনো এক ফাঁকে।
সোনালী সুখ খুব দূরে
সে খুব দূরে,
আরও দূর উড়ে উড়ে
যাবো মেঘ ফুঁড়ে।
সোনার শৈশবের কাঁধে হাত
রেখে পাবো সুর,
কখন হবে যে ফের প্রভাত
রইলো তবু দূর।
বন্ধু! এখনো অনেক রাত
না হলে প্রভাত,
কেমনে যাই শৈশবে ফের
হয় না আর শুভপ্রাত!”
পাখিরা জাগলো দিয়ে সুর
থেকে থেকে গায়,
নদীরাও বইছে শুনি
এঁকে বেঁকে যায়।
রঙতূলির আঁচে তোমায়
এঁকে নিই ডেকে,
শৈশব রেখেছি যে স্মৃতির
পল্লবে আজ ঢেকে।