রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দেয়ার আহ্বান অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলীর বিশিষ্ট আইনজীবী ও অধ্যাপক কাজী মুহাম্মাদ সিকান্দার সাহেবের ৩২ তম মৃত্যুবার্ষিকী। দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নে পিআইসি পরিদর্শনকারীদের উপর আওয়ামী লীগ কর্মীদের হামলার পরিকল্পনা জগন্নাথপুরে নিউজ ৩৬ বিডি ডটকমের আত্মপ্রকাশ পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের সীমান্তবর্তী এলাকা সমূহের নিরাপত্তা বৃদ্ধির দাবি হিল সামাজিক সংগঠনের উদ্যােগে সাবলম্বিকরণ প্রকল্প ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত কবিতা : প্রিয় চব্বিশ কবি তুষার আহমেদ এর দুটি কবিতা কবি কামরুন নেসা লাভলীর দুটি কবিতা শিবপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম বেদন মৃধা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

লোম বাছলে কি কম্বল থাকে?

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৪০ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

প্রখ্যাত বুদ্ধিজীবী লেখক সাংবাদিক “শহীদুল্লাহ্ কায়সারের” মেয়ে নাট্য শিল্পী লেখক ‘শমী কায়সার’ কে গ্রেফতার করা হয়েছে! শহীদুল্লাহ্ কায়সার ও তার ভাই বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক “জহির রারহান” ১৯৭১ সালের স্বাধীনতা শহীদ!
বিখ্যাত গায়ক ও বাদক তাপস কে গ্রেফতার করা হয়েছে! তাপস সম্ভাবত একটা ব্যান্ড চালতেন এবং গানের একটা নতুন ঢং এনেছিলেন! তিনি একজন গানের সুরকার ও সুর রিসার্চার!
বাংগালী অত্যান্ত রাজনৈতিক জ্ঞান সচেতন। আমি পাকিস্তানি ইঞ্জিনিয়ারদের সাথে চাকুরী করেছি বিদেশে, কেউ করাচি প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা পিন্ডি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন কিন্তু রাজনৈতিক জ্ঞান বাঙালি তুলনায় খুব ই স্বল্প। ধরুন সরকার পদ্ধতিতে তারা গনতান্ত্রিক সরকার পছন্দ করে না বরং সামরিক সরকার তাদের অধিকাংশের পছন্দ! বাঙালি একজন রিক্সা ওয়ালাকে বর্তমান সরকার ও বিগত সরকারের ভিতর পার্থক্য করতে বলেন সে দশটা বিষয় বলে দিবে অনায়াসে!
আজ যদি কোন কবি লেখক গায়ক শিল্পী কোন দল করেন বা কোন স্বৈরাচার কে চাঁদা দিয়ে থাকেন তাকে আটক করা হয় তা অনেকটা জনমনে শত প্রশ্নের জন্ম দেয়! যদি কেউ সরকারি কর্মকান্ডে জড়িত থেকে দুর্নীতি না করে থাকে, বিদেশে টাকা পাচার না করে থাকে, তেমন শিল্পী সাংবাদিক লেখক গ্রেফতার করা হলে কোন স্বৈরাচার থেকে বর্তমান সরকার কে আলাদা করতে চশমার গ্লাস বার বার পরিষ্কার করতে হয়!

প্রিয় পাঠক —
৫ ই আগষ্ট ২০২৪ চাকুরি ও ভর্তির কোটা আন্দোলনে অপরিনামদর্শী ঘুমন্ত নির্বোধ শাসকের পরিবর্তন হয়েছে! এমন একটা ঝাকির দরকার ছিলো বলে আমরা সব স্তর থেকে “অন্তর্বত্নী কালীন সরকারের” পিছে দাড়িয়েছি তাকে দলীয় সরকার থেকে আলাদা কিছু করার জন্য আশায় বুক বেঁধে! বর্তমান সরকারের আওতাধীন কর্ম ও সংবিধান সীমায় কতকিছু আশা করা যায় ততটুকু আশা আমরা অনেকেই করেছি, সাথে সাথে জননিরাপত্তা, সংখ্যা লঘূ জীবন, মিল কলকারখানা চালু রাখা জনগনের প্রত্যাশা সরকারের কাছে !

১৯৭১ সালের স্বাধীনতার একটা ধারাবাহিক সংগ্রাম আন্দোলনের ফসল যাতে সম্পৃক্ত ছিলো ছাত্র শ্রমিক কৃষক কুলি মুটে-মজুর হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান সর্বস্তরের মানুষ! ৩০ লক্ষ লোক জীবন দিয়েছে, জীবন দিয়েছে প্রায় হাজার ১২ সহযোগি দেশের মানুষ। উল্লেখ্য রাশিয়ার মেজর পর্যায়ের একজন রূপসা নদীর মাইন সুই পিং টীমের কমান্ডার নদীর গভীরে মাইন বিস্ফোরণে জীবন হারিয়েছিলেন! বাংলাদেশের স্বাধীনতায় সহযোগী দেশ ও নেতা ছিলেন ভারতের ইন্দিরা গান্ধী , সোভিয়েতের ব্রেজনেভ, মিশরের আনোয়ার সাদাত, যুগোস্লাভিয়ার মার্শাল টিটো, পোলান্ড ইত্যাদি!
জাতিসংঘে মার্কিন অনেক প্রস্তাব রাশিয়ান ভেটো বানচাল করে দিয়েছে যা বাংলাদেশ কে স্বাধীনতা এনে দিতে সাহায্য করেছে। সে স্বাধীনতায় নির্দিষ্ট পরিকল্পনা ছিলো, সাংগঠনিকভাবে মতবাদ ছিলো এবং সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে জনমত গঠন সহ বিশ্ব সমর্থ ছিলো! সেখানে ছিলো Existance of REVOLUTION, ELECTION , WAR, GENOCIDE, DEFINITE LEADER, TARGET and above all got INDEPENDENCE. এ জন্য যে কোন রাস্ট্রে সরকার পরিবর্তন হাঙ্গামায় জীবন নাশ উভয় দিকের হয় বিধায় গনহত্যা, বিপ্লব, স্বাধীনতা রাস্ট্র বিজ্ঞান বলে না!

সরকার পরিবর্তনের পর REVENGE (প্রতিশোধ) একটা বড় বিষয় হয়ে দাড়ায়! ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর পাকিস্তান সেনারা আত্মসমর্পণের পর বিরাট হত্যা যজ্ঞ হতে পারতো, যা মোটেই হয় নাই! এতবড় গনহত্যা, ঘর-বাড়ী পুড়িয়ে বাস্তুচ্যুত করে কোটি দেড় লোককে দেশ ছাড়া করা, তিন-চার লাখ নারীকে ধর্ষণ, ৭০/৮০ হাজার নারীকে গর্ভবতী করার পর ও একজন পাকিস্তান সেনাকে আত্মসমর্পণের শেষে গায়ে আঁচড় কাটতে দেয় নাই মুজিব নগর সরকার! যা কিছু ব্যক্তি প্রতিশোধ মুলক আচরণ শুরু হয়ে ছিলো “মুজিব” দেশে ফিরে অস্ত্র জমা নিয়েছেন এবং নির্দিষ্ট হত্যা খুন ধর্ষণ অগ্নিসংযোগ দোষী ছাড়া সবাইকে “সাধারণ ক্ষমা” ঘোষনা করে জীবন বাচিয়েছেন কয়েক লক্ষ লোকের!শুধু মাত্র ১১ হাজার কনভিকটেড দোষী ও ৩০ হাজার বিচারাধীন স্বাধীনতা বিরোধী জেলে ছিলো, এমন কি পাকিস্তান থেকে ভারতের সাথে যুদ্ধ করা “মেজর এরশাদের” মত সেনাদের বাংলাদেশে ফিরিয়ে এনে চাকুরী তে বহাল করেছেন মুজিব!

মাননীয় সরকার প্রধান কে এদিকটায় একটু নজর দিতে অনুরোধ করি এজন্য যে সরকার পরিবর্তনের ফল সবাই ভোগ করতে চায় তা কোন কোন লোকের Personal revenge সরকারের দেশ-বিদেশে বদনাম সরকারি দলন নিপীড়ন নামে সামনে এসে কুজ্ঝটিকায় ভোরের সূর্য ঢেকে না দিক!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন! তাকওয়াপূর্ণ জীবন গড়েন, লেবাসে নয় সত্যিকারের মন পবিত্র করে ধর্ম করুন, ফল পাবেন!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102