কলমে: নরোত্তম রায়
যদি ভুলে যাই আমি মানুষ:
তবে কেমন করে ফিরে পাবো সেই মনুষ্যত্ব।
যদি ভুলে যাই আমি মানুষ:
তবে কেমন করে জাতিকে উত্তর দিবো-
আমিই সৃষ্টির সেরা জীব!
আমি মানুষ! যদি হয়ে থাকি সৃষ্টির সেরা জীব?
আমার আছে বিবেক-বিচার,
আমি সৃষ্টি করি নতুন সভ্যতার।
আমি কেমন করে করি–
অপর জনের ক্ষতি:
মনে কি আমার বিবেক জাগেনা, হই পশুর সমান নীতি।
আমি মানুষ আমিই সবার সেরা,
আমার দ্বারা সম্ভব হবে নতুনত্ব ধারা।
যদি মানুষ হয়ে থাকি আর মানুষ হয়ে বাঁচি,
তবে নিজেকে পরিচয় দেবো–
আমিই মানুষ জাতি।