কলমেঃ সাদিয়া আক্তার দীঘি
প্রথম অক্ষর শেখা আমার
মায়ের কোলে বসে,
তাই মা ই আমার প্রথম গুরু
শিক্ষার আকাশে।
মা-বাবা জন্ম দিলেন
আসলাম এ জগতে,
বিদ্যাশিক্ষা পেলাম পরে
শিক্ষকদের হাতে।
এক অর্থে শিক্ষকেরা
পিতা-মাতা তুল্য,
সকলেরি দেওয়া উচিত
তাঁদের সে মূল্য।
অগ্রগতি হয়না কিছুই
শিক্ষকদের ছাড়া,
তাঁদের কাজ এই সমাজে
যোগ্য মানুষ গড়া।
গুরুকে তাই দেওয়া উচিত
সদাই উচ্চাসন,
কৃতজ্ঞতা জানিয়ে যাও তাই
সারাটা জীবন।
কোন ভাবেই কখনো তার
করো না অপমান,
তিনি যেন পান ফিরে তাঁর,
যোগ্য সে সম্মান।