কলমে: ইশতিয়াক আহাম্মেদ
শীতের আমেজে আজ বিস্তীর্ণ প্রান্তর জুড়ে সাদা কুয়াশায় ঢেকে আছে,অন্য রকম শীতের অনূভুতি, ভোর বেলা হতে ফজরের আজানের সুমধুর ধ্বনিতে নিদ্রা ভেঙ্গে গেলেও কম্বল মুড়ানোর ভিতর থেকে যেন কোন ক্রমেই ওঠতে চাই নাহ আরামপ্রিয় দেহ।আবার বিছানা ছেড়ে না ওঠলেও ভোরের সকলের যে মনোরম দৃশ্য গুলো চোখে অদেখা হয়েই থেকে যায়।তারপরও এখন তেমন কোন দৃশ্য আমাদের চোখে পড়ে নাহ, মন সব সময় ভাবিয়ে তুলে সেই বাল্য বেলার কথা বলেছিলাম নব্বই দশকের কথা যখন মোবাইল ফোনের সময় ছিলো নাহ,সব মানুষের মাঝে অন্য রকম আনন্দ ছিলো। তখন সব ঋতু পরিবর্তনের সাথে সাথে যেন মানুষের মন ও পরিবর্তন হতো,সকাল বেলায় ঘুৃম ভেঙে জানালার কাছে বসে আগে চোখ বুলিয়ে কিছু সময় অপরুপ প্রকৃতি দেখতাম,শীতের সকালের একটা জিনিস আমরা সবাই খোঁজ করে থাকি সেটি হচ্ছে সূর্যি মামার, তার একটু মিষ্টি তাপে শরীরে খুব ভালো অনুভূতি লাগে,আশেপাশে ঘাসের দিকে তাকালে মনে হয় বিন্দু বিন্দু হিরক খোচিত বল বহন করে আছে মাথার মুকুট হিসেবে।শীতের সকালে রোদ পোহানোর দৃশ্য গ্রাম বাংলায় যেন এক অসাধারণ দৃশ্য।শীতে কার নাহ ভালো লাগে বেড়াতে? পুর্বের জানালা ভেদ করে সূর্যের আলোর ছোঁয়ায় ভোরবেলা ঘুম ভাঙত, কিন্তু কনকনে শীতের কারণে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকা! হঠাত্ হিমেল বাতাসে ভেসে আসা মিষ্টি গন্ধ আমাকে মুগ্ধ করে রাখত। কৌতূহল নিয়ে বাইরে এসে দেখতাম উনুনে খেজুর রস জ্বাল দিচ্ছে মা-সকাল হতে নাহ হতেই দেখা যায় খেজুরের রস বিক্রির জন্য মাটির হাড়ি নিয়ে চলছে দুলে বাজার ঘাটে,কিছু কিছু চায়ের দোকানে ভীড় জমে গরম চায়ে চুমুক দিয়ে শীতের উষ্ণতাকে একটু দূরে রাখতে, দিতে,গ্রামগঞ্জের অনুভূতি গুলো সত্যি এক প্রকার মনোরম কেউ কেউ তৈরি করে গরম ভাপাপিঠা পুলি তৈরির উদ্যোগে আবার কেউ গরম গরম খিচুড়ি আর আচারের তৈল দিয়ে দিনের শুরু টা শুরু করার জন্য হাড়ি পাতিল চাউল, ডাউল নিয়ে চলে যায় রান্না ঘরে।আস্তে আস্তে সূর্য মামার প্রখর তাপ বাড়তে থাকে মানুষের কর্মব্যস্ততা বেড়ে যায়। আসলে সময়ের পরিবর্তনে আমরা হারিয়ে ফেলি পুরনো ঐতিহ্য,পুরনো ভালো লাগা ভালোবাসার সেই দিন গুলো,রাত পোহানোর পর ঘুম থেকে ওঠেই আমরা এখন অ্যান্ড্রয়েড ফোন দেখা শুরু করি, কোথায় টিকটিক, ইউটিউব, ফেসবুকে পড়ে সময় নষ্ট করে ফেলি
ভুলে যায় প্রকৃতি সৌন্দর্যের কথা ভুলে যায় হারিয়ে যাওয়া দিন গুলোকে ফিরে নাহ পাবার আশায়।যুগের সাথে সাথে আমরাও পরিবর্তন হয়ে হারিয়ে ফেলছি সকল সৌন্দর্য আবেগ ও ভালোবাসা।আসুন আমরা সবাই প্রকৃতিকে ভালোবাসি।