কলমে: এম এ লতিফ
ভুলের সাগরে গড়া মোর পৃথিবী
যে সাগরে জলোচ্ছাস বয়ে চলে সারাক্ষণ,
একি জীবন নাকি ধ্বংস খেলা
তবু যে বেঁচে থাকা যুদ্ধই জীবন,
জীবন নামের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়
বাঁচা মরা আল্লাহর হাতে
ঘিরে লয় মরণ যখন তখন,
কি করে বলি সুখময় পৃথিবী
পূর্ণীমাতে ঝলসানো চাঁদের মতন!
“ও” নদী “ও” সাগর “ও” মেঘ “ও” আকাশ
বয়ে চলে অবিরাম অনুক্ষণ,
সে তো বিধাতার সৃষ্টি খেলা,
মানুষের জীবনটা কভু
হয় না কোনোদিন অমন!
ভুলের সাগরে তপ্ত নদীর পাড়ে
ধুধু পারাবারের মাঝে কেটে যায় জীবন,
এ কোন পৃথিবী সীমাহীন যন্ত্রণা
সহসাই ঘিরে লয় মরণ,
আমি বাঁচার তাগিদে বেঁচে আছি
কি করে বলি এটাই বেঁচে থাকা ভুবন,
ভুলের সাগরে মোর ভাঙা নীড়ে পৃথিবী,
এটাই মানুষের জীবন!