আছে হৃদয় জুড়ে
কোথায় গেলো হারিয়ে সেই
ছোট্টবেলার খেলা!
ঘর বানাতাম কলাপাতার
কেটে যেতো বেলা।
বাঁশের কুঞ্চি কেটে এনে
ছোট ছোট করে,
বেড়া দিয়ে পর্দা টেনে
থাকতাম সেই না ঘরে।
ছেলেমেয়ে নেই ভেদাভেদ
খেলছি একই সনে,
সেসব স্মৃতি বারেবারে
পড়ছে আজি মনে!
গোল্লাচোট আর কানামাছি
নানার খেলার ছলে,
ঘুরছি কত সারা গাঁয়ে
আমরা দলে দলে।
সেসব আজি স্মৃতিই কেবল
আসবে না আর ফিরে,
এই নাহীদের মন জুড়ে যে
আছে সেসব ঘিরে।
ভালোবাসার ফুলকি
ফুলকি আমার ভালোবাসা
মনের ভেতর জাগায় আশা
কাব্য লেখার তরে,
প্রথম থেকে লিখছি তাতে
আমরা সবাই একই সাথে
লিখবো জীবন ভরে।
যায় না আমি অন্যখানে
মন ছুটে যায় ফুলকির পানে
ভালোবাসি বলে,
প্রতি সপ্তাহ রবিবারে
ফিরে আসি সবার ধারে
আমরা দলে দলে।
ফুলকির জন্য দোয়া করি
সবসময় মোর মনটা ভরি
লিখে যারা তাতে,
নারী পুরুষ যত আছি
থাকবো আমরা কাছাকাছি
লিখবো যে এক সাথে।
সম্পাদক আর প্রতিষ্ঠাতা
যেনো মোদের মাথার ছাতা
ভীষণ ভালোবাসে,
তাইতো আমরা পণ করেছি
ফুলকির তরে মন সপেছি
থাকবো সদা পাশে।