রোদের ঝিলিক
এক টুকরো সোনা রোদ
দেখা দিয়ে চলে যায়
এই যেন পাই তাকে
এই যেন সে হাড়ায়।
রোদ আর ছায়ার খেলা
চলে দিবস রাতি
আচল পেতে বসলে পড়েও
রোদ হয়না সাথী।
সাথী করে পেতে হলে
লাগে যে সখ্যতা
সখ্যতা শিখতে গেলে
লাগে কিছু যোগ্যতা।
যোগ্য করে হতে হলে
পড়া লেখা শিখতে হয়
পড়া লেখা ছাড়া মানুষ
যোগ্য করে নাহি কয়।
মেঘ রৌদ্রুর খেলা
মেঘের ভেলায় ভেসে
রোদ হারিয়ে যায়
এই কখনো পাই তাকে
এই কখনো সে হারায়।
মেঘ রৌদ্রুর মজার খেলা
চলে দিবস রাতি
কেউ কখনো বুঝতে পারে
কেউ বলে সত্যি?
সত্য মিথ্যে অত জানিনা
বিধাতা ভালো জানে
আরো একজন জানবে ভালো
মন আছে তার সনে।
পরিস্কার মন না থাকিলে
মানুষ বলি তাই কেমনে
পরিস্কার মানুষ হতে হলে
মন পরিষ্কার কর যত্নে।