কবি ফাতেমা আক্তার
আমি সাগর ভালোবাসি
আর তুমি পাহাড় ভালোবাসো। তোমার আমার এইটুকু তফাৎ, আমি চাইলেই তোমাকে পাহাড়ে নিয়ে বেড়াতে পারি।
আর তুমি চাইলেই সাগরে নিয়ে বেড়াতে পারো আমাকে।
তফাৎ টা শুধু আমাদের দুজনের দূরত্ব।
তুমি সবাই কে ভালো রেখে তারপর তুমি ভালো থাকতে চাও,
আর আমি, আমাকে ভালো রেখে তারপর সবাইকে নিয়ে ভালো থাকতে চাই।
যদি বলো আমি স্বার্থপর, পৃথিবীর বুকে তুমি তাহলে মিথ্যাবাদী। যদি তুমি নিজেকেই ভালোবাসতে পারলে না,
তাহলে তুমি আমাকে ভালোবাসো কিভাবে।
প্রশ্নটা পৃথিবীর বুকে থেকেই যায় উত্তর আসেনা। আচ্ছা যদি কখনও বলো আমি না থাকলে তোমার জীবনে তুমি মরে যাবে।
আমি তাহলে কি ভেবে নেবো তোমাকে নিয়ে আমি সুখী হবো কখনো না। কারণ তুমি আগে নিজেকে ভালোবাসো তারপর
আমাকে ভালোবাসার কথা বলো। আবেগ দিয়ে জীবন চলেনা, বাস্তবতা বড়ই কঠিন সৌন্দর্যময়।
আমি ও চাই তোমার ভালোবাসা কিন্তু সত্যিই কারের ভালোবাসা থাকুক কোন আবেগ নয়।