ভাবছো বুঝি খুব সহজে
জয় করিলে মন,
নারীর মন কি বিশাল কঠিন
ও রে ও সুজন।
আটকায় নারী কিসের তরে
ভেবেছো কি তাই?
দিন গড়িয়ে বেলা গেলে
সখের নারী নাই।
ছোট ছোট যত্ন পেলে
খুব যে খুশি হয়,
সুখের চেয়ে শান্তিপ্রিয়
এটাই যেন রয়।
মাঝে মাঝে ফুলটি হাতে
পরশ করো প্রাণ,
ভালোবাসা বাড়বে তাতে
হবে না অম্লান।
ভোজন শেষে প্রশংসাতে
করো নাকো ভুল,
সংসারেতে সুখ মিলিতে
নড়বে না এক চুল।
হাতটি ধরে নদীর তীরে
শরৎ হাওয়া ছোও
কাশের কোমল ছোয়া পেতে
সুযোগ তারে দাও।
মাঝে সাঝে গোপন করে
অভিসারে নাও,
সুখে দুঃখে সঙ্গী পাবে
ভরসাটা দাও।
সম্মান টুকু দিও তারে
পেলে অবকাশ
সেটাই তুমি ফেরত পাবে
দু:খ করবে হ্রাস।