কলমে: এম এ লতিফ
আমার পৃথিবীতে রঙিন স্বপ্নগুলো
পলাতক আসামির মতো পালিয়ে বেড়ায়,
এ কেমন স্বপ্ন আমার, স্বপ্নে আঁকা ছবি
শুধু যেন ধুধু মরিচিকার মতো আড়ালে হারায়,
এই বুঝি জীবন নামের আমার পৃথিবী,
স্বপ্নগুলো কাঁচের টুকরোর মতো ভেঙে যায়!
সুখের সন্ধানে আমি দূর থেকে হেটেছি বহুদূর
মিলেনি শান্তি মিলেনি সুখ, জীবনটা বেদনা বিধুর,
ক্ষত বিক্ষত এ দেহে শুধু রক্ত ঝরায়,
বিচিত্র এই পৃথিবী বিচিত্র মানুষ সব
খুঁজে পায়না সুখ, মিছে এই দুদিনের দুনিয়ায়,
এভাবেই না পাওয়ার বেদনায় নানা যাতনায়
সব চাওয়াগুলো চিরতরে বিদায় জানায়!
আমার পৃথিবীতে আমি একা
কতো যে স্বপ্ন ভীড় করে আমার মনের আঙিনায়,
ভুল সবই ভুল সব স্বপ্নগুলো
কাঁচের টুকরো মতো ভেঙে যায়,
জীবন বলয়ে পৃথিবীর মহাপ্রলয়ে
এমনই করে একদিন চিরতরে বিদায় জানায়,
আমার পৃথিবীতে রঙিন স্বপ্নগুলো
পলাতক আসামির মতো পালিয়ে বেড়ায়!