কলমে: এম এ লতিফ
ভুলে ভরা এই পৃথিবী
পাপে ঘেরা সিংহাসন,
পাপ করিলে সাজা হবে,
বেঁচে থাকতে
করো তোমার পাপ মোচন,
ফুল ফুটিলে গন্ধ ছড়ায়
ফুলের মতো সুবাস ছড়াও
তোমার জীবন,
তবেই জীবন সুন্দর হবে
আলোকিত করো তোমার অমন জীবন!
ভুলে ভরা এই পৃথিবী
চারিদিকে আছে নানা বিনোদন,
বিনোদনের ফাঁদে পড়ে
ধ্বংস করোনা তোমার জীবন,
হও হুশিয়ার হও সাবধান
ফুলের মতো পবিত্র করো তোমার জীবন,
হবে সুন্দর জীবন তোমার
বেঁচে থাকতে করো তোমার পাপ মোচন,
মনে রেখো এই পৃথিবী নয় চিরদিন
চারিদিকে ঘিরে আছে তোমার মরণ!