বোবাকান্না
হঠাৎ করে হলো দেখা
হলো পরিচয়
হরেকরকম হলো কথা
মন করিল জয়।
কথার ছলে আবেগ হলো
দিলো কথা বলে
মনের ভিতর কষ্টে ভরা
বোবাকান্নার ছলে।
মুখ দেখে যায়নি বটে
কতো দু:খে আছে
বোবাকান্না চেপে নিয়ে
চোখের পাতা নাচে।
হাসি আনন্দ দু:খ বেদনা
নিত্যকার হয় ঘটনা
আজব যতো কথা বার্তা
চারিদিকে হয় রটনা।
মানবতা আজ কোথায় গেল
মানবতা আজ কোথায় গেল
খুঁজে নাহি পাই
যেদিকেতে চাই সেদিকে দেখি
খাই আর খাই।
আকাশের কাছে জানতে চাইলাম
মানবতা কোথায় পাই
বিশ্বজুড়ে পাঠশালা মোর
মানবতা কোথাও নাই।
নদীর কাছে জানতে চাইলাম
মানবতা কোথায় পাই
বায়ু বেগে পাহাড় ধ্বংসে
নোংরা করে তাই।
সবুজ শ্যামল বন-বনানীর কাছে
জানতে আমি চাই
দাবানল এলে পড়ে আমার
চিহ্ন ভিন্ন নাই।
খোঁজতে খোঁজতে হতাশ আমি
মানবতা কোথায় পাই
মানুষ নামের মানুষ আছে
কাজের মানুষ নাই।