সিলেট প্রতিনিধি:
গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,মেসার্স তানজিনা এন্ড ব্রাদার্স ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক জুবের আহমদকে নিয়ে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় লক্ষ্য করা গেছে।
১০ নভেম্বর একটি পত্রিকায় জুবের আহমদকে নিয়ে মিথ্যা ভিত্তিহীন তথ্যের আলোকে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর থেকে উপজেলার সচেতন মহল বিভিন্নভাবে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
এবিষয়ে জুবের আহমদ বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ এনে পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে এসবের সাথে আমার নূন্যতম কোন সম্পর্ক নেই। সম্পূর্ণ অন্যায়ভাবে আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় করার উদ্দ্যেশে অপ-প্রচার চালাচ্ছে। আমি এসব মিথ্যা অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
স্থানীয় লোকদের সাথে আলাপকালে, তারা বলেন এসব মিথ্যা তথ্য যারা দিয়েছে তারা প্রতিহিংসার বশবর্তী হয়ে করেছে। জুবের আহমদ এলাকার ক্লীন ইমেজের লোক।জুবের আহমেদের পরিবার সবসময় ধর্মীয় ও সমাজ কল্যাণে কাজ করে যাচ্ছে। একটি কুচক্রী মহলের এসব সহ্য হচ্ছেন,তাই এমন বানোয়াট তথ্য দিয়ে মানহানি করার চেষ্টা করছে।
জুবের আহমদ আরো বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করে এখনও দলীয় কার্যক্রমে সক্রিয় রয়েছি। দলের জন্য নিরলসভাবে কাজ করায় আমার উপর বারবার রাজনৈতিক ভাবে গায়েল করার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ২০১৮সালের মিডনাইট নির্বাচনে, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে একটি চক্র আমাকে ২ নাম্বার আসামি করে মামলা দিয়েছিলো,গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবরণ করেছি।স্থানীয় যারা মিথ্যা তথ্য দিয়ে নিউজ করিয়েছে তারা আওয়ামীলীগের দালাল ও এজেন্ডা বাস্তবায়নকারি।