কলমে: কামরুন নেসা লাভলী।
সমুদ্র সব টুকু অস্তিত্ব নিয়ে আজও
আছে তেমন-ই
যেমন-ই আমার সমস্ত অস্তিত্ব
জুড়ে আছো তুমি সু-প্রিয়,
সমুদ্রের গর্জন আমার মনে
উথাল পাথাল ব্যথার সায়াহ্নে
নিয়ে যায় কোথায়,
সে দুর বহুদুর
সমুদ্রের উত্তাল ঢেউ আমার মনে
শান্তনীল আশা জাগায়
বলে ভালবাসার কথা —
সমস্ত দুঃখ ভুলে
হয়ে যাই আমি আচ্ছাদনে ঢাকা
প্রেয়সীর রাঙাঁ লজ্জা
সূর্যস্নাত শিশির ভোরে
পাখির কলরবে আনন্দ অবগাহনে
পরিস্ফুটিত হয় পৃথিবীর মায়াজাল
গভীর প্রেম কি,
ভালবাসার প্রচন্ডতা কি?
তা আমার বোধগম্য নয়,
আমি শুধু বুঝি তোমাকে
আমি অনুভব করি তোমাকে
আমি উপলব্দি করি তোমাকে
আমি শুধু চাই তোমাকে
শুধুই তোমাকে-সুপ্রিয়।।