এডভোকেট ইউসুফ আরমান, কক্সবাজার থেকে:
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত সহ নব নিযুক্ত বিভিন্ন আদালতে ৬৪ জন পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ পেয়েছেন। তৎমধ্যে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ল অ্যালামনাই এসোসিয়েশনের ৪ জন নিয়োগ পাওয়ায় তাদের কে সংবর্ধনা প্রদানে উদ্যোগ নেয়া হয়। যারা দায়িত্ব পেয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, যুগ্ম দায়রা জজ প্রথম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহবুবুল আলম টিপু, যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রফিকুল আলম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইমরুল শরীফ সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ল অ্যালামনাই এসোসিয়েশনের গর্বিত সদস্যদের কে ব্যাপকভাবে সমবর্ধিত ফুলেল শুভেচ্ছায় সিক্ত এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু বলেন, ন্যায়বিচার ও শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে এবং সমাজের সর্বত্র সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই। একজন বিচারপ্রার্থী ন্যায়বিচার পাওয়ার আশা নিয়ে প্রথমেই একজন আইনজীবীর দ্বারস্থ হন। পরম বিশ্বাসে বিজ্ঞ আইনজীবীর ওপর তাঁর স্বাধীনতা ও সম্ভ্রম রক্ষার ভার অর্পণ করেন।
যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রফিকুল আলম বলেন, আমি ইতিপূর্বে ও দায়িত্ব পালন করেছি। বর্তমান ও ভালবাসার নির্দশন হিসাবে পূনরায় মানব সেবা করার দায়িত্ব অর্পিত হয়েছে। আমি যথা সাধ্য মতে বিচারপ্রার্থীর সেবা নিশ্চিত করবো।
যুগ্ম দায়রা জজ প্রথম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহবুবুল আলম টিপু বলেন, দেশের সর্বস্তরে সামাজিক সম্মান, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করা। আমি বিশ্বাস করি, বিচারপ্রার্থী ও আইনজীবীদের এ সম্পর্ক নির্ভরতার একটি পবিত্র আমানত।
চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইমরুল শরীফ বলেন, আমাদের স্মরণ রাখতে হবে, আমরা মানুষকে আইনি সেবা প্রদানের জন্য এ মহান পেশায় এসেছি। আইনের শাসন প্রতিষ্ঠা করার মহান লক্ষ্য থেকে কখনই আমরা বিচ্যুত হবো না। জাগতিক লোভ-লালসা আমাদের কে যেন পেশাগত নৈতিকতার জায়গা হতে সরাতে না পারে সে বিষয়ে সর্বদা সচেতন থাকবো।
নিয়োগ পাওয়া আইন কর্মকর্তাগণ সকলের সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেছেন।
আজ ১০-১১-২০২৪ইং রবিবার কক্সবাজারস্থ সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ল অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল আলম বাপ্পা।
এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট আবছার কামাল, এডভোকেট শাহ আলম বাবুল, এডভোকেট এইচ রাফাত, সভাপতি এডভোকেট সাইফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ইমরুল শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ এনায়েতুর রহিম, এডভোকেট বাবলু মিয়া, এডভোকেট ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দুল ইসলাম সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আরাফত, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সেকাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুর রহিম, মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট নিলুফা ইয়াসমিন, অর্থ সম্পাদক এডভোকেট সাদ্দাম হোসেন জিহান, দপ্তর সম্পাদক হামেদ হাসান আলাভী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এডভোকেট মোহাম্মদ সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট ইউসুফ আরমান, এডভোকেট সোহেল রানা, এডভোকেট মোঃ শফিকুল ইসলাম শফিক, মোস্তফা কামাল সহ অনেকে।
কক্সবাজারস্থ সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ল’ অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যদের নিয়ে অনুষ্ঠানের মাধ্যমে বনভোজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।