ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
====================
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
তোমার প্রান্তরে ঝরে যেন সোনালি হাসি।
সবুজে মোড়া মাঠ তোমার, মাটির গন্ধে ভরা,
তুমি আমার গৌরব, তুমি আমার সেরা।
গাছপালায় ঘেরা তোমার শান্তি ময় আকাশ,
তুমি যে আমার প্রেরণা, তুমি মোর আশ্বাস।
তোমার গ্রাম বাংলার মাটি, চির আপন করে,
তুমি যে প্রাণের ভাষা, প্রিয় আমার ঘরে।
তুমি এ দেশের সুর, তুমি আমার গীতি,
তোমার কোলেই বাসা বাঁধি, তুমি মোর নীতি।
নদীর কূল বেয়ে ছুটে যায় কিশোর মন,
তুমি সবার আপন, তুমি অমর ধন।
তুমি আমার ছন্দ, তুমি মোর গান,
সারাজীবন রবে তুমি আমার প্রাণ।