কলমে: মায়া পারভীন
=============
হৃদয়ে যখন এসেছে দুঃখের বান
পাইনি তো দান হৃদয়ের মান।
মন পুড়ে হয়েছে ছাই
চৈত্রের খরতাপে পাইনি ঠাঁই,
হৃদয়ে জ্বলেছে আগুন
তখনও আসেনি শ্রাবণ।
ঝলসানো তাপে পুড়েছে হৃদয়,
পাইনি তো কখনো আশার উদয়,
দখিনা সমিরন পায়নি তখন,
হৃদয় জুড়াবো যখন।
ঘর পোড়া মন হলো না মিলন,
কত যে এসেছে বসন্ত ফাগুন,
কোকিলের গান শুনেছি তখন,
পাইনি তো কখনো হৃদয়ে লগন।
কবে কোন খনে ফাগুন লগনে,
ফুটেছিল ফুল হৃদয় কাননে,
সে ফুল অনাদরে পড়ে থাকে ঝরে,
পায়নি তো শোভা হৃদয় নীড়ে।
চেয়েছিল যে হৃদয় আপন মনে,
গেঁথেছিল হৃদয় হৃদয়ের গহীনে,
সে হৃদয় আজ কত দূরে,
পাইনিতো খুঁজে অন্তরে।
বেদনার নীল রঙে হৃদয় ভরে রোদনে,
বিষাদের অনলে জলে হৃদয় বেদনে,
শ্রাবনে যায় যে টুটে প্লাবনে,
কখনো বাধা হলো না হৃদয়ের বাঁধনে।
ইচ্ছে করে হারিয়ে যাই
দূর কোন অজানায়,
যেথায় গেলে শান্তি মিলে,
ঘর পোড়া মনে নির্ভাবনায়।