কলমেঃ মোহাম্মদ সাগর
==============
যদি তুমি বাঁচতে চাও,
তবে বুঝো আগে নিজেকে।
পৃথিবীতে কেউ চিরকাল তোমার পাশে থাকবে না,
কেউ চিরকাল তোমায় ভালোবাসবে না।
তোমার তুমিতে জীবন কর গঠন,
যদি সেটা হয় খারাপ।
মনের ভিতর আছে যত স্বপ্ন লুকিয়ে,
কর তুমি বাস্তবতাতে।
যদি বাসো ভালো নিজেকে বারবার,
জীবনে তুমি ঠকবে নাও একবার।
যদিও তুমি ঠকে যাও কারো কাছে,
নিজেকে ছোট মনে করবে না কারো কাছে।
যদি তুমি চলো নিচের লোকদের দিকে তাকিয়ে,
অভিযোগ আসবে না কভু নিজের উপরে।
বাঁচতে হবে নিজের মাঝে,
গড়তে হবে জীবন।
মরার পরে সবই হবে পর,
মাটিই হবে তোমার আপন।