এম আর হোসেন রাব্বি, স্টাফ রিপোর্টার:
এই দেশ বার বার স্বৈরাচারের কবলে পড়েছে। ব্রিটিশ স্বৈরাচারের হাত থেকে মুক্তির জন্য সাতচল্লিশের স্বাধীনতা অর্জনের পর আইউবী স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে হয়েছে আমাদের, যার অনিবার্য পরিণতি হিসেবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন হতে হয় আমাদের।
একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ নতুন স্বৈরশাসনের কবলে পড়ে। এই স্বৈরশাসনের কবল থেকে মুক্ত হতে অনেক রক্ত ঝরাতে হয় দেশকে। রক্তস্নাত গণতন্ত্র বিকশিত হওয়ার আগেই গণতন্ত্রের কুড়ি ঝরে যায়, শুরু হয় এরশাদীয় স্বৈরাচারের লম্বা অধ্যায়। সেই স্বৈরাচার হটাতে নুর হোসেনকে আত্মাহুতি দিতে হয়। স্বৈরাচার হটাতে একাত্তরের পর সবচেয়ে বড় আত্মাহুতি দিতে হয়েছে চব্বিশে। শহীদ নুর হোসেনদের রক্তের বিনিময়ে কি গণতন্ত্র মুক্তি পেয়েছে? নুর হোসেনের রক্তের মিছিলে ২০২৪ পর্যন্ত হাজার হাজার তরুণের রক্ত যুক্ত হয়েও কি গনতন্ত্র মুক্তিপাবে এ কথা বলেন বাংলাদেশ কংগ্রেস এর চেয়ারম্যান বিশিষ্ট আইনজ্ঞ এ্যাডভোকেট কাজী মোঃ রেজাউল হোসেন।
১০ নভেম্বর ২০২৪ রবিবার বিকাল ৫.৩০ ঘটিকায় বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে “স্বাধীন দেশে বার বার কেনো স্বৈরাচার” শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এ্যাডভোকেট কাজী মোঃ রেজাউল হোসেন আরো বলেন, স্বৈরাচার যাতে বার বার ফিরে না আসে সেজন্য দেশের সংবিধান ও আইনের পরিবর্তনের পাশাপাশি নির্বাচন ব্যবস্থার ব্যাপক সংষ্কার দরকার।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ গণ -আজাদী লীগের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সিনিয়র এ্যাডভোকেট পঙ্কজ কুমার কুন্ডু, রাষ্ট্র চিন্তক ও গবেষক এটিএম রফিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, শ্রমিক নেতা সেলিম রেজা বাচ্চু, সাজেদুল ইসলাম প্রমুখ।
বক্তারা আলোচনা সভায় শহীদ নুর হোসেনের হত্যার বিচার দাবি করে বলেন, নুর হোসেনকে মিছিলের মধ্য থেকে গুলি করা হয়। পুলিশ গুলি করলে সামনে থেকে গুলি লাগতো। সেদিন কাদের মিছিল ছিল সেটা আগে নির্ণয় করতে হবে। পচাত্তরের হত্যাকান্ডের যদি বিচার হতে পারে তাহলে সাতাশি সালে সংঘটিত নুর হোসেন হত্যাকান্ডের বিচার কেনো হবে না? কোন রাজনৈতিক সরকার নুর হোসেন হত্যার বিচার করেনি, এই সরকার যেন নুর হোসেন হত্যার বিচার করে আলোচনা সভায় সে আশাবাদ ব্যক্ত করা হয়।