কলমে: দেব মন্ডল
সেদিন ক্যাম্পাসে জড়িয়ে ধরে কেঁদেছিলি বন্ধু,
বলেছিলি আর দেখা হবে না কোনদিন।
আমি কিন্তু তোর কাঁধে হাত রেখে বলেছিলাম বন্ধুত্ব থাকবে চিরদিন।
আজ আমি বিধির চক্রে জন্মভূমি হারা,
তবুও দূরত্ব আমাদের সরাতে পারিনি,
আমরা বন্ধুত্বের বাঁধনে বাঁধা।
রক্তের চেয়ে বড় হয়, যদি সঠিক বন্ধু পায়।
আমরা দুজন তেমন বন্ধু,একই সুতায় বাঁধা।
যাকে আমি সবকিছু উজার করে দিলাম।
সেই ক্ষতি করলো আমার আজ।
কিন্তু তুই ছিলে তুই থাকবি বন্ধু আমার চিরকাল।
হয়তো আর মাতৃভূমিতে ফেরা হবে না কোনদিন,
তবুও তোর আর আমার বন্ধুত্ব থাকবে চিরদিন।
সুযোগ পেলে আসবি ঘুরতে আমার এখানে।
দু’জন মিলে স্মৃতিচারণ করবো ছাঁদে বসে।
মিষ্টি হাওয়ায় মন মাতাবো দুজনে।
তোর মতো বন্ধু কত জনের মেলে।