কলমে : এম এ লতিফ
জীবনকে চায় মন রাঙাতে
পারিনি প্রিয়ার ঘুম ভাঙাতে
কোথায় বলো হারাই মন
যেজন দিবে মন ভালবাসার ছায়াতে,
আমি চাই মন সেইজন
যেজন পারবে আমায় রাঙাতে!
এলে ফাগুন রাঙায় ভূবণ
আমি কোথায় বলো
রাঙাই আমার জীবন,
আজও আমি পারলাম না
দুষ্ট প্রিয়ার দুটি আঁখি রাঙাতে,
হায়রে এ কেমন মন আমার
পারিনি প্রিয়ার ঘুম ভাঙাতে!
যে পৃথিবীতে এতো আলো এতো রঙ
তবু কেন রাঙাতে পারলাম না আমার ভূবণ
কে বলো রাঙাবে আমার জীবন
পাইনা খুঁজে এমন মন
আজও পারলাম না প্রিয়ার ঘুম ভাঙাতে!
জীবনকে চায় মন রাঙাতে
পারলাম না পাপড়ি মেলানো ফুলে
রঙিন জীবন ফুলে ফুলে ফুলদানি সাজাতে,
হায়রে ভূবণ রক্ত রাঙানো জীবন
জীবনটা হারাতে হয় রক্ত নদীতে
কি করে পারবো বলো প্রিয়ার ঘুম ভাঙাতে!