নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তীকালীন সরকার এর
ত্রান ও দুর্যোগ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা চট্টগ্রামের কৃতি সন্তান ফারুক-ই-আজম বীর প্রতীক এর সাথে সচিবালয়ে নিজ দপ্তরে এক সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন চাটগাঁ ভাষা পরিষদের নেতৃবৃন্দ। মতবিনিময় কালে
বৃহত্তর চট্টগ্রামের ঐতিহ্য ও ভাষা সংরক্ষণ, সাহিত্য, সংস্কৃতি, ভাষা গবেষণা ও প্রচারে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট লেখক, গবেষক সাবেক ভারপ্রাপ্ত সচিব (বাংলাদেশ নির্বাচন কমিশন) ড. মোহাম্মদ জকরিয়া, বাণিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী, বরেণ্য চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, কবি ও লেখক ইউসুফ মুহম্মদ, রাজনীতিবিদ,গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুহাম্মদ আতা উল্লাহ খান ও সংগঠন এর সাধারন সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী। সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপদেষ্টা মহোদয় অত্যান্ত আন্তরিকতার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।