কলমেঃ মো: রুহুল আমিন (রকি)
এবার হবে ভীষণ মজা
শীত এসেছে তাই,
আনন্দে নাচি সবাই
আর খুশির গান গাই।
শীতকালের এই সময়ে
বাড়ি বাড়ি পিঠাপুলি
সাথে ক্ষীর রান্নার ধুম পরে যায়।
হলুদ রঙের সরষে ফুলে
ঢাকবে গোটা মাঠ,
কচিকাঁচারা করবে মজা
গুটিয়ে তাদের পাঠ।
মাঠে মাঠে পরে যাবে
চড়ুই ভাতির ধুম,
হৈ-হুল্লোড়ে মাতবে সবাই
উড়িয়ে তাদের ঘুম।
সন্ধেবেলায় গায়ে চাদর মুড়িয়ে
গল্পে আড্ডায় মাতবো সব,
শীত মানেই নতুন আনন্দ
খুশি খুশি রব।