কলমেঃ হুমায়ুন কবির চৌধুরী
=================
শক্তি আমায় তুমি দেবে
আমি যাব একা
গভীর রাতে বলব কথা
মনের যত ব্যাথা।
তুমি শুধু আমার নয়
নয়তো কারো স্বাদে
আমার হও তাদের ও হও
যদি ভালো কাজে সাজে।
সকাল বেলা ডাকল পাখি
ভরশা তার ডানা
উড়ছে যেথা পাচ্ছে হেতা
কে করিবে মানা।
তোমার ভুবন আপন আলয়
বুঝতে যদি পারে
সুখ আসিবে অতি নিকট
সকল বিপদ সরে।
হে প্রভু
শক্তি দাও বুঝতে তোমায়
যেমনে বুঝতে পারি
নিশান ঈশান দেখি ওদিক
সকলের তুমি কাজী
সাগর জলে মুক্তো আছে
কেমন খুজে পাবো
তোমার প্রেমের দড়ি নিয়ে
সাগর মাঝে যাবো।
প্রেম করেছে সাধু জনে
বাধল বাসা আপন মনে
করছে খোলা আধো রাতে
তুমি আছো তারি সাথে।
বেলা গেল সন্ধ্যা হল
অন্ধকার তো নেমেই এলো
পথ হারিয়ে ঘুরছি ভবে
তুমিই প্রভু দেখাবে তবে।